মামলার আবেদন:
মামলার মোট আবেদন ২০৭ টি
ফৌজদারী মামলার সংখ্যা ১৬০ টি
দেওয়ানী মামলার সংখ্যা ৪৭ টি
বরাবর,
চেয়ারম্যান সাহেব,
১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ
পাকুন্দিয়া , কিশোরগঞ্জ।
বিষয়ঃ গাছপালা অবাদে কেটে ফেলা প্রসেঙ্গ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মো: আলা উদ্দিন, পিতাঃ কেরামত আলী, গ্রাম: চরকাওনা , পোঃ চরকাওনা, উপজেলা- পাকুন্দিয়া , কিশোরগঞ্জ । গত ১০/১২/১২ ইং সকাল আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় আমার বাড়ির পাশ্বে লাগানো কিছু আমের চারা ও কাঠা মেহগুনী চারা কেটে ফেলে এবং আমাকে অকথ্য ভাষায় গালি গালাছ করে এবং আমাকে জীবনে মারিয়া ফালিবে বলিয়া বেড়াইতেছে। এমতাবস্থায় আমি আর কোন উপার না দিখিয়া আমি আপনার স্বরর্ণাপন্ন হয়েছি। আমার স্বাক্ষী আছে স্বাক্ষীগন স্বাক্ষদ্বারা ঘটনার সত্যতা স্বীকার করিবে।
অতএব, জনাবের নিকট প্রার্থনা উক্ত ঘটনা সুষ্ঠু তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে আপনার যেন মর্জি হয়।
বিনীত নিবেদক
তারিখ
মো আলা উদ্দিন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS